Advertisement |
কার হাতে উঠবে আরাধ্য শিরোপা—জানা যাবে ১৪ জুলাই লর্ডসের ফাইনাল শেষে। তবে কোন দল কেমন, সেটি এখনই বলা যায়। এবার অংশ নেওয়া ১০ দল নিয়ে যেমন বললেন বীরেন্দর শেবাগ।
ফেসবুকে নিজেদের পেজে একটা ভিডিও প্রকাশ করেছে আইসিসি। সেখানে শেবাগ এক বাক্যে বলছেন প্রতিটি দল নিয়ে। অস্ট্রেলিয়া দলটা কেমন? বিরুর জবাব—'ভয়ংকর!' তবে সবচেয়ে সেরা বিশেষণ তিনি বাংলাদেশের পাশেই ব্যবহার করেছেন। বাংলাদেশ দলকে তুলনা করেছেন বাঘের সঙ্গে। ব্রাজিল ফুটবল দল যেমন 'সেলেসাও', স্পেন 'লা রোজা'; ক্রিকেটে বাংলাদেশ পরিচিত 'দ্য টাইগার্স' নামে। নিজেদের দিনে বাংলাদেশ কতটা ভয়ংকর হতে পারে শেবাগ সেটি ভালো করেই জানেন। পোর্ট অব স্পেনে ২০০৭ বিশ্বকাপে সেই হারটা ভারতীয় ওপেনারের স্মৃতিতে ভালো করেই থাকার কথা। বাংলাদেশকে নিয়ে শেবাগের মূল্যায়ন, 'তারা বাঘের মতো, নিজেদের দিনে ভালো শিকার করতে পারে।'
মজাটা হচ্ছে, ২০১০ সালের জানুয়ারিতে বাংলাদেশের বিপক্ষে চট্টগ্রাম টেস্টের আগে শেবাগ বলেছিলেন, 'এই দলটা খুবই অর্ডিনারি।' তাঁর এ মন্তব্যে নিয়ে কম আলোচনা-সমালোচনা হয়নি তখন! সময়ের সঙ্গে ধারণা পাল্টেছে, এখন বাঘের তকমা ব্যবহার করছেন শেবাগ। বাংলাদেশ তো আছেই। বাকি ৯ দল নিয়ে বিরু কী বলেছেন, একবারে দেখে নেওয়া যেতে পারে—
অস্ট্রেলিয়া: ভয়ংকর
বাংলাদেশ: বাঘের মতো, নিজেদের দিনে ভালো শিকার করতে পারে।
পাকিস্তান: অননুমেয়
ইংল্যান্ড: বিশ্বকাপ জেতার ভালো সম্ভাবনা আছে তাদের
নিউজিল্যান্ড: আন্ডারডগ
শ্রীলঙ্কা: ভালোবাসা যায়
দক্ষিণ আফ্রিকা: আশা করি ভালো করবে
আফগানিস্তান: নিজেদের সেরা দিনে যেকোনো দলকেই হারাতে পারে
ওয়েস্ট ইন্ডিজ: খুবই ভয়ংকর দল
ভারত: যদি ভালো খেলে যেকোনো দলকেই হারাতে পারে
0 comments: